মেঘলা দিনের গল্প
মেঘলা দিনে একলা ঘরে
বৃষ্টি পড়ে টাপুর টুপুর,
বৃষ্টির দিনে খেজুর গাছে
বসে যখন বনের পাখি
মন উজার করে চেয়ে থাকে
পাকা খেজুরের খোঁজে।
থাকতো যদি মনের চিল
পারি দিতাম বনের বিল
মেঘলা দিনে বৃষ্টি এলে
উড়ে যেতাম পাখি হয়ে।
মেঘলা দিনের গল্প বলে
যাই আমি মায়ের কোলে
ঘুম পারানি মাসিপিসি
ডাকে আমার খোকা বলে।
বাঁশ বাগানের পাতা নড়ে
কী যে কথা মনে পড়ে
হারানো দিনের গল্প কথা
মনে পড়ে মেঘলা দিনে।
চিনামাটির পুতুল কিনে
খেলতাম যখন শিশুকালে
মেঘলা দিনে বৃষ্টি এলে
নৌকা ভাসায় মেঘের জলে।
মন ভরা স্বপ্নের দেশে
যেতাম আমি মধুবনে
মেঘলা দিনের গল্প করে
ফিরতাম তখন মনের ঘরে।।
৩০/০৪/২০২০
Subscribe
Login
0 Comments
Oldest