যামিনী
যামিনী
হাকিকুর রহমান
শূন্য পড়িয়া রহিল এ গেহ
ডাকিয়া লইতে আসেনিকো কেহ
ভাবিয়া ছিলাম এখনও রয়েছে যামিনী।।
ক্লিষ্ট প্রহর কাটিয়া গেল যে
নিশীথের ঘুম কাড়িয়া নিল যে
হেরিয়াছিলাম সুদূর মেঘেতে দামিনী।।
যত পরাভয় বাঁধিয়া লয়েছি
শত যাতনা হৃদয়ে সয়েছি
পথভারে শীর্ণ হয়েও কভু থামিনি।।
শ্রাবণ আসিয়া পড়িল আঁখিতে
হৃদয় খুলিয়া পারিনি ডাকিতে
কাননে আজিও ফোটেনিকো তবু কামিনী।।
Subscribe
Login
0 Comments
Oldest