রাজনীতির আড়ালে টাকা
294 total views
রাজনীতির আড়ালে টাকা
বিমল মণ্ডল
জনগণ দেখছে
রাজনীতি হচ্ছে
কোটি কোটি টাকা সব
এভাবেই তুলছে।
প্রতিবাদ নেই মুখে
আছে বেশ সুখে
বেড়েছে দালালি কথা
রাজনীতি যেথাসেথা।
কৌশলী রাজনীতি
এটাই খেলার রীতি
জনগণ জাদু দেখে
দিন রাত চোখে ঢেকে।
সজাগহীন জনগণ
পতাকার দিকে মন
ঘরেতে বৌ -এর হাতে
সেই টাকা মদে মাতে
বেচা কেনা হয় টাকায়
রাজনীতির চাকায়
সাধারণ মানুষ বোঝে
উন্নয়ন হচ্ছে খোঁজে খোঁজে
Subscribe
Login
0 Comments