রাজনীতির আড়ালে টাকা
রাজনীতির আড়ালে টাকা
বিমল মণ্ডল
জনগণ দেখছে
রাজনীতি হচ্ছে
কোটি কোটি টাকা সব
এভাবেই তুলছে।
প্রতিবাদ নেই মুখে
আছে বেশ সুখে
বেড়েছে দালালি কথা
রাজনীতি যেথাসেথা।
কৌশলী রাজনীতি
এটাই খেলার রীতি
জনগণ জাদু দেখে
দিন রাত চোখে ঢেকে।
সজাগহীন জনগণ
পতাকার দিকে মন
ঘরেতে বৌ -এর হাতে
সেই টাকা মদে মাতে
বেচা কেনা হয় টাকায়
রাজনীতির চাকায়
সাধারণ মানুষ বোঝে
উন্নয়ন হচ্ছে খোঁজে খোঁজে
Subscribe
Login
0 Comments