রাস্তার ছেলে

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

ভোরের  নিস্তব্ধতায় হঠাৎ  চোখে পড়লো

পথচারী  বাচ্চারা বসে আছে নিরালায়।

আমি কাছে ঘেঁষতেই বলে উঠে,

ও স্যার,আপনে কি পাগল  নাকি?

কেন,কাছে  আসতে নেই  বুঝি?

স্যার,আমরা হইলাম  অচ্ছুৎ আবর্জ,

গাঁয়ে গন্ধ  বইলা  ঘেঁষে  না কেউ

পাশে বসে  না কেউ।

এ-ই  ছেলে  তোর গ্রামে ঘর নেই?

স্যার যে কি কয়!

যেখানে  হয় পেট ভারী,

সেখানেই হয় আমাগো  বাড়ি।

তোর  বাবা-মা  কোথায়  থাকে?

স্যারগো,মা মরল জন্ম দিয়া

বাপেরে আমার  না চিনাইয়া।

কোনো  কাজ করছিস?

পলিথিন কুড়াই,বোতল কুড়াই

এগুলান বেইচা  পরান জুড়াই।

রাস্তার ছেলে বইলা, সস্তা আমাগো  জীবন,

খাদ্য, বস্র  আর বাসস্থানের  অভাবে

জরাইয়া পড়ি খারাপ  স্বভাবে।

ভালো ভাবে  বাচ্চার  চেষ্টা  করেছিস?

হো স্যার, কাজ করতে  চাইলে কয় চোরা

পায়ে ধরলে লাঠির  বারি মারে জোড়া জোড়া,

আমগো দুঃখ  না আর  ফুরা।

রাস্তায় আমগো জম্ম,

রাস্তায়  আমগো কর্ম

রাস্তার ছেলে  বইলা  না-ই  কোনো ধর্ম।

কে বলেছে,তুচ্ছ  তুই, মন্দ  তুই

ধর্মবিহীন জন্ম তুই?

রক্তে  মাংসে  গড়া  তুই ও হতে  পারিস,

সৃষ্টিকর্তার একজন  সেরা।

অবশেষে  কোমল দুটি  ঠোঁটে,

হাসি খানি ফুটে।

 

সালমা

0

Publication author

offline 10 months

Salma

0
Housewife.passionate about writting and cooking.
Comments: 0Publics: 22Registration: 06-11-2021
প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।