রূপসী তুমি
408 total views
চোখের পলকে
রুপের ঝলকে,
ঝিকঝেক দাঁতের হাসিতে মন ছুটে
চলে সেই সুখেতে।
ভোরের আলোতে,ফুলের সুবাসে
ঘুম ভাঙে রিনিঝিনি কাকনের আওয়াজে।
রুপের আগুনে
ফুলের ফাগুনে,
মৌমাছিরা করে ভুন-ভুন
পাখিরা করে গুণ -গুণ।
রূপসী তুমি,
রুপালী চাঁদের আলোতে
কাজল কালো আঁখি খানি,
তাঁরা হয়ে জলে আর নিভে
সকলের মনেতে।
তোমার রুপের সাগরে ডুব দিতে
হাজারো প্রাণ রাজি এক পলকে।
তোমার চুলের ঘ্রাণে
আমার ছোটো প্রাণে,
বাজে গিটারের তার।
সালমা
Subscribe
Login
0 Comments