রূপ হল, দূর্দান্ত
32 total views
প্রতিদিনের, কাঁজের ফাঁকে,
হঠাৎ, দেখা হল আজ,
বহুপূর্বের চেনা,
সাদা অপরাজিতার মুখ!
আবেশে ভরা মুখ,
নির্নিমিখ, চোখে, চোখ।
কথা নেই, এখন কারোর,
মৃদু হাসি, খেলে যায় দ্রুত।
এতদিন ধরে ছিল,
জানলা, ফ্যাকাশে কর্কশ!
গা-জোয়ারি,
রুটিন মাফিক, নিয়মিত।
এক নিমেষে, ধুলো, ভিড়,
বাস, হইচই উধাও।
শুভ্র সৌন্দর্যের ছোঁয়ায়,
রূপ হল দূর্দান্ত।
Subscribe
Login
0 Comments