শান্তিতে আছি

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

সকালের রং দেখি না, সন্ধ‍্যার আবির!
তাও না, বাতাস গায়ে মাখি না
ধুলির চাদর গায়ে অণুজীবের সাথে সরল চলা….
জীবন হারিয়ে গেছে যাপনের কানাগলিতে
তবুও শুনতে হয় – শান্তিতে আছি!
তবুও মানতে হয় – শান্তিতে আছি!

এখানে সত‍্য ও মিথ‍্যা সকলই মুখোশধারী-
মিলেমিশে একাট্টা; সকলে সুযোগ খোঁজে
রাত ও দিন এখানে একাকার এক বিদঘুটে মিশেল রঙে;
ঘরটাই আলোকিত, বাহির পুরাটাই কুয়াশাচ্ছন্ন
তবুও শুনতে হয় – শান্তিতে আছি!
তবুও মানতে হয় – শান্তিতে আছি!

এখানে একেএকে দুই নয়, দুয়েদুয়ে চারও না
এখানে মান‍্য গণ‍্য নয়, গণ‍্য ছোট্টরা;
কেননা, তারা বন‍্য, সর্ব-শালী। তারাই অনন‍্য।
এখানে ঘরের বাহির পুরাটাই নরক যেন
তবুও শুনতে হয় – শান্তিতে আছি!
তবুও মানতে হয় – শান্তিতে আছি!

0

Publication author

1
জন্মস্থান খুলনা, বাংলাদেশ। বর্তমানে বসবাস ঢাকা, বাংলাদেশ। একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা।
Comments: 0Publics: 124Registration: 04-12-2024
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।