শিক্ষক কবিতা
আপনি শিক্ষক আর আমি ছাত্র
আপনি আকাশ আর আমি মাটি,
ছাত্র ত্যুচ্চ সর্বদাই যার কাছে
আপনি মহৎ সর্বোচ্চ পরিপাটি।
আপনি শিক্ষক আর আমি ছাত্র
আপনি সমুদ্র আর আমি জল,
আপনি শিক্ষক আর আমি ছাত্র
আমি নাবিক আপনি কৌশল।
আপনি শিক্ষক আর আমি ছাত্র
জ্ঞানগর্ভ অভিধান যারে খুঁজি,
আপনি শিকড় আর আমি লতা
আপনি চির উন্নত শুধু বুঝি।
আপনার বলা পথে আমরা সকলে হাঁটি
আপনি যখন গুরু পথ যে হবেনা মাটি।
Subscribe
Login
0 Comments
Oldest