ভালোবাসা?? – পার্থ বসু

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

ভালোবাসা? ভালোবাসা, মিছে হলো বলা,,
সব ছিলো আবেগ শুধু, বুঝেছি এ বেলা।
হাতের মুঠোয় আজ দুনিয়ার মেলা,,
নানা রঙে কত মুখ, কতশত খেলা।
কত লোক এলো গেলো হিসাব কে রাখে,,
আজ ভালবাসা পড়ে রয় পথের যে বাঁকে।
জীবনের অংক টা আজ যেন নয় সোজা,,
বৃথা হল শুধু শুধু আজ তাকে খোঁজা।
পেয়েছি যা কিছু আমি, হারিয়ে ছি বেশি,,
বোঝেনি কেউতো আমায় কি যে ভালোবাসি l
ভালোবাসা? ভালোবাসা, আসলে সবই হলো মিথ্যে,,
ভালোবাসা হলো এক প্রতিযোগিতার খেলা, চায় সবে জিততে।
মন বলে কিছু নেই আজ কারো কাছে,,
মূল্যহীন সেই আজ যার মন আছে।
আরো কত কথা ছিল হল না তো বলা,,
হঠাৎ যেন থমকে গেছে আজ পথ চলা।
তাইতো একা চলেছি ফিরে, মন যেথা চায়,,
আজ ধুলো মাখা সেই পথ ডাকছে আমায়।
ডাকছে আমায় সবুজ মাঠ, আয় রে ফিরে হেথা,,
বন্ধু হব আমি যে তোর, শুনব মনের কথা।
ডাকছে আমায় পাহাড় চূড়া, আয় রে আমার বুকে,,
রইবি হেথা অনেক ভালো, থাকবি অনেক সুখে।
বলছে আমায় নীলাকাশ ওই মাটির বুকে মিশে,,
এটাই হলো ভালোবাসা বুঝাই তোরে কিসে।
ভালোবাসা, ভালোবাসা আমি বুঝেছি যে বেশ,
ভালোবাসা হলো নীল দিগন্ত ঐ,কোনো স্বপনের দেশ।

0

Publication author

offline 3 weeks

পার্থ বসু

3
একদম সরল ভাষায় কবিতা লেখার অভ্যাস,,
Comments: 2Publics: 30Registration: 27-12-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে