শূণ্য
আর পড়া নয়
লিখতে লিখতে সমুদ্দুর
অনেক পড়ার মধ্যে পড়া
চিলেকোঠায় বাঁধভাঙ্গা রোদ্দুর।
মা ডাকতো তেঁতুল গাছের বাঁকে
পায়ে চলা পথ দিব্যি উঠতো ছাদে, আলোছায়ার খুনসুটিতে
আমি গলতাম ফাঁকে।
পুকুর পাড়ের কলমি লতা বেয়ে
নামতো আকাশ জলকে ছুঁতে চেয়ে
গুগলিরাও হাত বাড়াতো..
বলতো,”দেখো, কেমন জগৎ!
মনের ভেতর ধ্যানের ভেতর
শুধু শূন্য শূন্য ছেয়ে।”
Subscribe
Login
0 Comments
Oldest