একজন-একেলা” –মোঃ রহমত আলী

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

একজন-একেলা –
=============
মোঃ রহমত আলী
=============
সমাপ্তিতে সূচনা ঘটাইলো
এক’জনই একেলা,
ইতির দুয়ারে পৌঁছে দেখে
মিছেই সব বিষয় বর্ণনা।
নিস্তেজ দেহ প্রাণহীন পড়ে
রবে একেলা একদিন একা,
মিছেই বুনিয়াদ সারা
স্বার্থ নামের সম্মানের।

প্রাপ্তি কোথায় যোগান পায়,
শরমের শিক্ষায় সবুর লুটায়।
শক্ত শিকল গলায় পরায়,
সংসারে বন্দী সংসারী,
কথায়-কথায় কর্ম করায়।
দীক্ষায় ধিক্কারের মুচকি অমূল্য
হাসিতে সুখ-দুঃখ সব,লুফে লুফায়
হারায়,কানা মাছির ঠিকানায়।

প্রতিততান পত্র মেলাম,
বক্ষে বহি বোঁঝা সবজান,
কূল রাতে,দিনে পাল হারান।
চৈতের ঘামে বদন পেরেশান,
দুপুরের খাবার সন্ধ্যায় খান।
তবু জপে-জপি শুকরিয়া,
রব তায়ালার গুণগান,
সমাপ্তে সাথে লইতে পূর্ণ ঈমান ।

প্রতিজ্ঞা করে এসেছিলাম,
আসি এ ধরায় সব ভুলে গেলাম।
গোল-গোল ঘুরপাক রোজ চলে,
একই গোয়াল পেয়ারের গোল্লায়।
দাম নেই কারো কিন্তু নিজ কেল্লায়,
আদর সোহাগে শূন্য পূরণ করত।
প্রথম প্রশ্ন শেষ উত্তরে মিল চায়,
সব ওজন হয় যদি এক পাল্লায়।

প্রতীক্ষারত শুদ্ধ করে শ্রদ্ধায় শ্রম,
মঞ্জিল গড়ে পরে নিজ ঘাড়ে।
পাথরের আঘাতে পাথর ভাঙ্গে,
অজানাকে চিনতে-চিনতে
শেষে জানাশোনা খোয়ায়।
জ্ঞান থাকতেও একি কাণ্ড?
জ্ঞান হারাই হায় হুতাশে,
ক্লান্তি পালায় মুখো লজ্জায়।
নতুনের যেমন মূল্য নাই,
পুরাতনে ও সম্মান সম্পূর্ণ কোথায়।

পরীক্ষার এ এক কাল একটাই,
সত্য-বইতে মিথ্যা-শইতে হবে,
বৃদ্ধ গাছা কে রোজ বনে নবীন।
তাই ঠাই কতটুকু, আর এ
জীবন সংসারে বৃদ্ধ গাছির।
কে শুনে কার কথা, দিমাগ
কচি যতো কাঁচা-পাকা,
শবে নিজ মনের নিজেই রাজা।
রোজ করে সহে রংবাজি,
রাজ গোপন তবু বিদায় বেলা
অতিত সব সমাপ্তি মাটি।

===১২-০২-২০২৩===

0

Publication author

offline 1 year

mdrahmatali

2
আস্সালামুআলাইকুম
mdrahmatali566.blogspot.com
Comments: 5Publics: 47Registration: 04-01-2023
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে