শূন্যের উপর পূর্ণমহল
![]()
প্রকৃতির মত ওরাই তো নিপুন হাতে-মগজে-জীবনীশক্তিতে
সবকিছু ব্যালেন্স করে- তাইতো এই বাহারি ঝলকে
বিলাস-ফোঁয়ারা আকাশের পানে
রোদ-বৃষ্টি-ওরা এক জমজমাট বান্ধব-মেলা!
তারা শক্তি সাহসের নিবেদিত যোগানদার
তারা কেউ কারে উপহাস করে না, কিংবা মানুষের মতো অবহেলা
তোমরা তো আশিষপুষ্ট; গগন-চুম্বী অট্টালিকা হয়ে
বেমালুম ভিত্তি ভুলে যাও, যেখানে বলি হয়ে আছে ওদের স্বপ্নরা
রক্ত রূপান্তরিত ঘামেদের সাথে
বিধাতা আর বৈভব বুঝি পরস্পর ভেদী দুটি প্রবৃদ্ধ কোণ,
ব্যবধান যার বড্ড ঋণাত্বক কিছু-যা ওরাই
কেবলই ওরাই
দুয়ের মাঝামাঝি জিরো পয়েন্টে আমি এক মানুষ পথিক;
‘শূন্যের উপর পূর্ণমহল’ কবিতাখানি লেখা ছাড়া-
আমার কী বা করার আছে আজ?
(১মে ২০২৫, ঢাকা)
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)