শেষ বিদায়
332 total views
হয়তো কদিন পরে
চলে যাবো বহু দূরে
যেখান থেকে কেউ কোনোদিন
আর আসে না ফিরে।।
যাবার আগে বলে যাবো
কি ছিলাম তোমার কাছে
চোখের জলে বয়ে যাবো
শুধু তোমায় ভালোবেসে।।
ঘুম থেকে জেগে উঠে
দেখবে যখন নিজের চোখে
খুজবে তখন চারিদিকে
নেই আমি কোনোখানে।।
অতীতের পুরোনো দিনগুলি
ভাসবে শুধু স্মৃতি হয়ে
কেঁদে কেঁদে বলে যাবে
নেই আমি তোমার কাছে।।
ঘুম আসবে না প্রতিরাতে
দেখবে তখন আয়নাতে
নিজের মুখ বারে বারে
চাঁদের ঐ আলো হয়ে।।
০১/০৫/২০২০
Subscribe
Login
0 Comments