।। বিম্ববতী ।।

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

।। বিম্ববতী ।।

মেঠো ঐ গ্রাম্য পথে,
কলষ খানি ধরিয়া,
যাইতেছে কূলবধু,
ঘোমটা দিয়ে ঢাকিয়া।
কলতান সাথে কুলু-কুল সুর,
শুনি যে শুধুই অম্ল-মধুর,
গ্রামের ঐ পথে,
গলায় সোনার হার,
একরাশ কেশ তার,
কোমর খানি ঢাকে।

নাম তার বিম্ববতী।।

কোমল পরশ তার, অতিশয় অতি,
উন্মিলিত নেত্র খানি, মাধুরী দিয়া মিশা,
পূর্ণ দীপ্তি যেন দিয়ে গেল দিশা।

নাম তার বিম্ববতী।

কনক-অঞ্চল খানি টুকটুকে লাল,
নূপুর ছন্দে গৃহ সাজাইল ,
নাক-ফুল কান-ফুল গজমতি হার,
কিঙ্কিনী সুরে যেন মন মাতাইলো।

নাম তার বিম্ববতী।

সুরেলা কণ্ঠ তার অতিশয় অতি,
টানা টানা আঁখি কাজলা কালো চোখে,
একখানি টিপ যেন মলিনতা ঢাকে।

নাম তার বিম্ববতী।

পলাশ কাননে ফোটে রজুগন্ধা হার,
শাড়ি পড়া কনক-বিছা-বাজু র সম্ভার,
জুমুলি হজ ফুল খাড়ু আর টেঙ্গা ছড়া,
নূপুর ছন্দে গৃহ ভরাইলো-

নাম তার বিম্ববতী।

কমল নয়ন তার অপলক অতি-
রূপের মাধুরী যেন আলোকিত দিশা,
কোমল পরশ তার নিপীড়িত অতি-
ছন্দ পূর্ণ পূর্ণাঙ্গ তালিকা,
তুলে রেখো-
বেঁধে থেকো-
নও তুমি আবেগী কনকা-

তুমি বিম্ববতী !

আঁখ ভরে উপনিত তোমার কবিতা-
শেষ হয়েও হইলো না শেষ,
টানেনি যবনিকা-

তুমি ই বিম্ববতী।

লিখে রেখো…. আঁখিপাতে-
বিদীর্ণ হিয়া কাঁদিতেছে ফিরে-
জন রোষে জন পথে-
তোমার ই মতন।
দেখে শেখো…. উপনিত-
রূপ ছটা আকাশে মিলিত-
কে বা যায় কে বা আসে-
বিকৃত আকাশে দুর্লভ ভাসে-
লিখিত রতন।

তুমি ই বিম্ববতী…!

আবেগী নয়…..ডানা মেলো-
বৈরাগী নয়…….রূপকথা তোলো-
পরশে পরশে ধ্বনিত হোক-
রূপকথা সম নিজ গাথা,
লিখিত নয়..….পূর্ণ হোক-
তালিকা ও বদল আনুক-
ফুল্ল-কুসুমিত শুভ্র মিশুক-
রচিত হোক বিম্ব-কথা।

বিম্ববতী..….. তুমি ই বিম্ববতী ।।

0

Publication author

0
ঠোট কাটা কালচারাল এ্যাণ্ড ওয়েলফেয়ার সোসাইটি র প্রতিষ্ঠাতা। জন্ম ২৪ এ এপ্রিল ১৯৯৮ সাল এ বর্ধমানে। লেখা প্রকাশ "শিল্প মঞ্জরী পত্রিকা ১ম বর্ষ"(প্রকাশ কাল ২৬ এ আগস্ট,২০২০) এ কবিতা "মাতঙ্গিনী" "শিল্প মঞ্জরী পত্রিকা ২য় বর্ষ"(প্রকাশ কাল ২৮ শে অক্টবর,২০২১) এ কবিতা "রাজ ধর্ম", "বর্ষন রোদ্দুর শারদ সংখ্যা ২য় বর্ষ পত্রিকায়" " মাতঙ্গিনী",বিশ্ব বাংলা সাহিত্য একাডেমি অনুমোদিত অগ্নিবীণা সাহিত্য ধারা পরিচালিত দৈনিক কবিতার আসরে সেরার সেরা কবিতা "ইতিকথা", আলপিন পরিচালিত পত্রিকা "আলপিন রঙিন ঋন" পত্রিকা য় প্রকাশিত "মন্ত্রচিতা"এবং গল্প পাঠ আলপিন পরিচালিত রহস্য গল্প "অবশেষে" প্রকাশিত। বীরভূম জেলা পুলিশ ও পাবলিক সম্প্রীতি কাহিনী "বাহিনী শ্রমিক দিবস সংখ্যা য় কবিতা মজদুর আমি", কবিতা ক্লাব "সুরজিত ও বন্ধুরা কবিতা ক্লাবের একটি প্রয়াস" এ প্রকাশিত কবিতা " মজদুর আমি" ও "মন্ত্রচিতা", নবকল্লোল শারদ সংখ্যায় প্রকাশিত কবিতা "থিসিস", উন্মেষ পত্রিকা য় প্রকাশিত কবিতা "স্বর্গ লাভের আশায়" , যশ সাহিত্য পত্রিকার শারদ সংখ্যা ১৪২৮ এ প্রকাশিত কবিতা "রুটি"।
Comments: 0Publics: 4Registration: 18-09-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে