শেষ বেলাতে
248 total views
শেষ বেলাতে
মোহাম্মদ মুছা
আমি আর স্বপ্ন বসত যোজন দূরে
ছাল খানা ফোটো তাই জোছনা উকিঁ দেয় ঘরে,
হাসিটা তোর ছিল, অনুভব আমার
দায় তাই কাঁদে নিলাম একান্ত আপনার;
ঝড়-তুফান, সুনামি-সিড়র ভাঙ্গেনি ঘর
তুমি তোমার অহমিকায় লন্ড-ভন্ড আমার অন্তর;
ঘর পর দরে দর আপন কারাগার
ভালো লাগাতে ভালোবাসাতে সব চারকার
আমি যদি ভূল ; তোমায় চাওয়াতে
গোধুলির কেন সংজ্ঞা শেষ বেলাতে
ভালো থাকার মিছিলে আছি ছদ্মবেশে
বিষাক্ত নীল বেদনা দেখেনা কেহ আবৃত খোলসে,
Subscribe
Login
1 Comment
Oldest