শৈশবের শিশুমন
আমি শিখতে চাই
যেথায় পড়াশুনার চাপ নাই
আমি উড়তে চাই
সীমাহীন আকাশে মুক্ত বাতাসে ভাই।
আমি অজানাকে জানতে চাই
নতুন কিছু আবিষ্কারের আশায়।
আমি সূর্যের মতো শক্তি অর্জন করতে চাই
বিষাক্ত সমাজকে ঠিক করবো ভাই।
আমি অনুপ্রেরণা চাই
সবাইকে নিয়ে এগিয়ে যাবো তাই
আমি একজন আদর্শ শিক্ষক চাই
যে পরিবর্তন এনে দিবে আমায়।
আমি ব্যক্তি স্বাধীনতা চাই
যা নিয়মানুবর্তিতায় রাখবে আমায়
শিশুমনের চাওয়া ভাই
অব্যক্ত মনের কথা বলি তাই।
Subscribe
Login
0 Comments