শৈশব
আমার ছিল মুক্ত আকাশ
বিশাল সবুজ মাঠ,
তোমারও তো সব একই আছে
তবু বদ্ধ চারদেওয়ালেই সব পাঠ।
আমার শৈশব কেটেছে জানো
কানামাছি আর পিট্টুতে,
তোমার শৈশব কাটছে দেখো
গেমস যত ঐ মোবাইলে ।
আমার শৈশব কেটেছে জানো
কাদামাখা ফুটবলে,
তুমিও খেলো একই ফুটবল
ঐ ঘরবন্দি মোবাইলে ।
আমার ছিলো সত্যি ক্যারাম বোর্ড
ভীষণই মজার তা,
তুমিও খেলো একই ক্যারাম
ঐ মোবাইলে আছে যা।
আমার ছিলো ঠাকুরমার ঝুলি
তোমারা কি তা জানো?
দাদা মশাইয়ের থলে ছাড়াও
পান্ডব গোয়েন্দা, আরও কত শত।
আমার শৈশবে ছিলো কানমোলা
আর ছিলো উঠবোস,
সেসব সাজা আজ পুরো অতীত
বকলেই, টিচারের সব দোষ ।
জগৎ দেখো বাইরে বেরিয়ে
ফেলে মুঠোফোন,
কত আনন্দ পাবে যে তুমি
বুঝবে ঐ শিশু মন ।
তোমার শৈশব শুধু ঐ মোবাইল
পারলে এবার ছাড়ো,
আফসোস সত্যি হবে সেদিন
যেদিন হবে বড়ো ।