শোক– অসীম চক্রবর্ত্তী
আঁধার নামে জোৎসনা সরিয়ে
মোর বাতায়ন খুলে ভেসে
শোকগাথা সুর রচিয়া গাহে
বেসুরে সহসা হেসে।
আমি ঢাকি মুখ পাশবালিশে
ভালো তোরে খুব বাসি
চুমু আলিঙ্গন ভরিয়া বালিশে
কাঁদিয়া রাত্রনিশি।
ধ্রুবতারা কহে শোকাবহে মোরে
খোলা বাতায়ন পানে চেয়ে
আঁধারের মাঝে জ্বলজ্বল সাজে রাত্রনিশিতে ছেয়ে।
আমি ঢাকি মুখ মেঘবালিশে সৃষ্টিরে ভালবেসে
গুমরায়ে কাঁদি রাত্রনিশিতে
অনাদরে অবকাশে।
নিশাচর কহে শোকাতুরে মোরে
খোলা বাতায়ন পড়ে উড়ে
বিচরণ করি দাপিয়ে বেড়াই রাত্রনিশিতে ঘুরে।
আমি ঢাকি মুখ প্রতি প্রভাতে আলোরে ভালবেসে
কাঁদি বুজি চোখ মনের ব্যথায়
যাই রাত্রির দেশে।
শশধর কহে শোকজর্জরে
ভরে বাতায়নে আলোকে
শশিকর মোর শোভায়ে জগতে, জোৎসনা নিভায় কালোকে।
আমি ঢাকি মুখ অমবস্যায় তিথিরে ভালবেসে
কৃষ্ণপক্ষে কাঁদিতে ক্ষয়িতে
ধিরে দূরে মহাকাশে।
অশ্রুসজল মুছিয়া বালিশে
বাতায়নে চেয়ে হেসে
শোকগ্রস্ত সবাই মোরা
নির্বাক ভালবেসে।
জীব জড়ার এই ক্ষুদ্র শোচনে
গিয়েছি সবাই ভেসে
হাতে নিয়ে চুমু ছড়িয়ে বাতাসে
নিদ্রা নিলাম শেষে।।