শোন হে ঘনশ্যাম- তুলোশী চক্রবর্তী
শোন হে ঘনশ্যাম
তুলোশী চক্রবর্তী
শোন হে ঘনশ্যাম,দেখো বেলা বয়ে যায়,
যদি দেখা দাও একবার এই অভাগায়,
দু দিনের এই জীবন নামের মধুর গল্পটায়।
কোন দেশে তে থাকো তুমি_
কোথায় তোমার আবাস?
খুঁজে যাই দিবানিশি শুধু চরণ ধরার আশ।
হৃদয় বলে সেই চরণ জড়িয়ে কাঁদতে চিরকাল
কোথায় গেলে পাব তোমায় হে ব্রজের গোপাল,
ধন মান আপনজনের নেইতো প্রয়োজন
তুমিই আমার পাশে থেকো সদা সর্বক্ষন।
চলছে নাও ঘোর সাগরে _
উত্তাল ঢেউয়ে তরি চলে হেলে দুলে
ডুবে যে যাব কখন কে জানে এই পারাবারে।
শোন হে শ্যাম আমার
রাখো মারো আমায় যা ইচ্ছে হয় তোমার
নেই তবু রাগ অনুরাগ,অভিমান অভিযোগ
নেই কারো প্রতি ক্ষোভ
শুধু তুমি সাথে থাকো এইতো চাওয়া হে প্রানের মাধব।
নীরবে ডাকি বলে হে ঘনশ্যাম,
যদি তুমিও অবহেলা করো
আমার দিকে যদি না ফিরাও বদন_
তবে কোথায় যাব আমি দাও বলে হে মদনমোহন।
জানি অনাথের নাথ তুমি ,আধারের আলো
অধনের ধন তুমি তাই তো তোমায় বেসেছিভালো,
একাকী জনের বন্ধু তুমি হে কৃপাসিন্ধু।
ওহে ঘনশ্যাম বলোতো আমায়
শুনতে কি পাবো আমি সেই বাঁশরী বাঁজে যমুনা পুলিনে রাধা রাধা ডাকে,
ধেনু চারণে সবুজ মাঠে,সেই কিশোর গোপাল
ত্রিভঙ্গ রুপে দেখা পাবো কি তোমার বলো বিশ্বের রাখাল।
বলরে আকাশ বলরে বাতাস কোথায় শ্যামের গৃহ
যাবো সেথায় যাবোই আমি জগতে কেউ নয়যে কারো কেহ।
খুঁজি তারে সকাল সন্ধ্যে পাবোই দেখা সেই আনন্দেই থাকি বিভোরে।