শ্বশুরবাড়ি
রাতে হাবুর ঘুম হলো না
এপাশ ওপাশ করে,
মাথায় ঘুরে একই কথা
কাল সে শ্বশুরবাড়ি যাবে।
সকাল সকাল উঠে গেল
করতে হবে অনেক সাজ,
মনে বেশ জোশ এসেছে
শ্বশুরবাড়ি যাবে আজ।
রঙিন জামা পড়লো হাবু
চশমা দিলো চোখে,
সবার থেকে বিদায় নিয়ে
চললো শ্বশুরবাড়ির দিকে।
শ্বশুরবাড়ি তার অনেক দূরে
নদীও দিতে হবে পাড়ি,
গঞ্জে গিয়ে কিনে নিলো
মিষ্টি দুই হাঁড়ি।
হাবু আজ অনেক খুশি
দেখা হবে তার সাথে,
সেই… কবে দেখেছিলো
মনে কি তা আছে?
হঠাৎ করে পড়লো মনে
ঘড়ি তো নেই হাতে,
কী আর করি এখন
চলে এলাম মাঝপথে।
মাঝপথে সে আসার পরে
পেটে লেগেছে ক্ষুধা ভারী,
কোনো কিছু না ভেবে সে
মিষ্টি খেয়ে নিলো এক হাঁড়ি।
ঐ দেখা যায় শ্বশুরবাড়ি
খুশিতে হাবু সাড়া,
হঠাৎ করেই একটি কুকুর
করলো তাকে তাড়া।
মিষ্টির হাঁড়ি ফেলে হাবু
পুকুরে দিল ঝাঁপ,
শ্বশুরবাড়ি আর যাব না
হায় বাপ রে! বাপ!