সত্য মিথ্যা
৪+৪/৪+২
সত্য মিথ্যা পাশাপাশি
ভালো মন্দের ধারে,
নিজের স্বার্থ আদায় করতে
মিথ্যা বলে সারে।
সত্য হলো আঁধারে দিন
মিথ্যা ভীষণ কালো
সত্য মিথ্যা আলো আঁধার
পার্থক্যটা ভালো।
সত্যের আলো মনে জ্বালো
বুঝবে এটা কবে
মিথ্যার জালে পড়লে ধরা
ক্ষতিই হবে তবে।
মিথ্যার জালে বদ্ধ জীবন
মুখে মধুর ভাষা
দেখলে তারে মনে হবে
সত্যি দিচ্ছে আশা।
সত্য প্রচার নাতো করে
মিথ্যা আশা মনে,
আশায় আশায় পথটা চেয়ে
থাকে ক্ষণে ক্ষণে।
রচনাকালঃ
০১/০৬/২০২১
Subscribe
Login
0 Comments
Oldest