সফল ঝিনুক হও মুখরা রমনী
সফল ঝিনুক হও মুখরা রমনী
বান্দা হাফিজ
পড়ন্ত বিকেলের নদী হও
উত্তাল ঢেউ তুলে গোধূলি কাটাও
মধ্যরাত এলে বিছানার বুকে নদী নৌ হয়ে যাও—
কোথা হতে আসে এক পুঁথিবাজ জেলে
বাজুতে বেঁধেছে কষে পূর্বপুরুষের রক্ত ভেঙে গড়া তাবিজ-কবজ
অতি অস্ফুটে মন্ত্র পড়ে পড়ে ফুঁ দ্যায় এখানে-সেখানে
নাগিনীর বিষ ঝাড়া ওঝার মতোন
স্বর্গদ্বারে বসে হাসে মনমথ
কামোদের সুরে সুরে থামিয়ে দিতে চায় নূহের প্লাবন।
তাই বুঝি সফলতা— কেঁপে কেঁপে থেমে যায় মন্দ্রিত ঝড়
স্মিত হেসে কথা কও কোমল কামিনী;
ভোরের আলো থেকে লাবণ্য মেখে নাও আপন শরীরেে
সফল ঝিনুক হও মুখরা রমনী—
মধ্যরাত এলে বিছানার বুকে নদী
নৌ হয়ে যাও।
Subscribe
Login
0 Comments
Oldest