প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

কেন বারবার ডাকছ আমার
বললাম তো ভীষণ বিজি,
ফেসবুকে আপডেট দিচ্ছি
কাজটা অত নয়কো ইজি ।
ভাতটা তুমি বেড়েই রাখো
খাওয়ার সময় নাই,
হোয়াটস্অ্যাপে অনেক চ্যাটিং
দেরি হয়ে যায় ।
এখনও ইনস্টাগ্রাম আছে
কি বললে পড়াশুনা ?
ছাড়না, ওসব কেউ করেনা
এতো ম্যানেজের দুনিয়া ।
জিমেল-ইমেল চেক করবো
করবো গুগল সার্চ,
অনেক কিছুই জেনে যাব
মোবাইল করে টাচ ।
স্বল্পমূল্যে প্রচুর ডেটা
শেষ করতে হবে,
এতে অনেক ভিডিও
ডাউনলোড হয়ে যাবে ।
দুনিয়াটা স্মার্ট হচ্ছে
তাই বন্ধ বই পড়া,
অ্যাপের মাধ্যমেই
সারা বিশ্বকে যাচ্ছে ধরা ।
বিকেলবেলা খেলার মাঠে
কেউ করে না খেলা,
বসে বসে মোবাইল গেম
শরীর চর্চায় অবহেলা ।
সংস্কৃতি হারিয়ে যাচ্ছে
ধারকের অভাবে,
সবাই এখন মগ্ন ভীষণ
পাশ্চাত্য স্বভাবে ।
একাধিক মোবাইল আছে,
সব ডুয়াল সিমে ভরা,
দিনে-রাতে বা শোবার সময়
কখনও যাবে না ছাড়া ।
নেটওয়ার্ক ২জি থেকে ৫জি
ক্রমেই বাড়ছে,
রেডিয়েশন বাড়িয়ে দিয়ে
মানুষের ঘুম কাড়ছে ।
সুস্থ-সবল দেহ যেন
স্বপ্ন সম লাগে,
দুনিয়াটা চলছে কোন
বিশ্বায়নের ডাকে ?

0

Publication author

0
পশ্চিমবঙ্গের নদিয়া জেলার শিবনিবাস গ্রামে থাকি ।
বর্তমানে নবদ্বীপ বিদ্যাসাগর মহাবিদ্যালয়ে কর্মরত ।
Comments: 2Publics: 7Registration: 17-06-2023
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে