সবুজদ্বীপ

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

 298 total views

সবুজদ্বীপ
তুলোশী চক্রবর্তী

চলনা একটু ঘুরে আসি
ঐ সবুজ দ্বীপটি থেকে
ওখানকার মানুষ নাকি
অঙ্গ লতাপাতায় ঢাকে?
দেখতে তারা কালো বটে
একসাথেতেই চলে,
দুঃখ কষ্ট নেই সেথায়
লোকেতো তাই বলে।
যত্ন আর ভালোবাসা
সেথায় নাকি প্রচুর
ভাইরাসের ভয় নেই সেথায়
স্বাধীন জীবন আনন্দে ভরপুর,
টাকা পয়সা চেনেনা ওরা
নেই রুপের অহংকার
ওদের অসভ্য কেনো বলো
জগৎ তো সবার ।
তোমাদের আজ অঢেল টাকা
অহংকারে চিনোনা মোরে
বেশি শিক্ষিত হলে মানুষ বুঝি
হি্ংস্র পশুর মতো ব্যবহার করে?
ক্লান্ত লাগে বড্ড আমার
প্রযুক্তির যাতাকলে
ফিরে যেতে চাই তাই
মহাভারতীয় আদিমকালে।

0

Publication author

offline 1 year

Tuloshi Chakraborty

1
ভারত এর পশ্চিমবঙ্গের সম্ভ্রান্ত ব্রাহ্মন পরিবারে কবি তুলোশী চক্রবর্তী এর জন্ম ।পিতা অজয় চক্রবর্তী ।
Comments: 0Publics: 14Registration: 28-11-2021
প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। (সহজেই কবিকল্পলতা প্রকাশনী ব্যাবহারের জন্য আমাদের এপ্লিকেশনটি ইন্সটল করে নিন)