সভ্যতার মিছিল..

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

দিন কাটে , নতুন যুগ আসে ..
কিন্তু মিছিল শেষ হয় না।
শুখনো খড়খড়ে পথে হেঁটে যায় নগ্ন পা।
হাতে ঝুলিয়ে রাখা প্রতীক চিহ্ন,
ক্লান্ত শরীরে,জীর্ন বস্ত্রে উচ্চ সংগীত হয় পথ জুড়ে..
সঙ্গীত, নতুন যুগ গড়ার!
সঙ্গীত, নতুন সমাজ গড়ার !
সঙ্গীত, নতুন কে নতুনভাবে গড়ার!
তবে..?
জলন্ত আগুনের লেলিহান শিখা অনির্বাণ .
পুড়িয়ে দেয় সেই সব জীবন্ত শরীর।
কেউ খোঁজ রাখে না, কেউ করে না! মিছিল..
সমাজ,এই সমাজ ..অন্ধ,বোবা,স্পর্শহীন।
বৃত্ত ভরাট বুক যাদের এই সমাজ,সংস্কৃতি,বিনোদন
সব তাদের দোড় গোড়ায় নত।
মিছিল শুধু চোখে আঙুল দিয়ে দেখায় ?
কে তুই ? তুই কেউ নোস!
তোর কোন অধিকার নেই,যদি থাকে তবে ‘আমি’ কেন?
নিজের অধিকার, নিজের ইচ্ছে, নিজের জন্য
শতশত মিছিল বের হয়..
হাস্যকর কথা নয় কী?
সিংহাসনে বসে তারা মিছিলে কঙ্কাল গোনে
তারা গুনে রাখে কত কঙ্কালের রক্ত তারা চুষে নিচ্ছে!
আর কত বাকি রক্ত, মাংস..
তুই কবে বুঝবি! মিছিল তোর জন্য না।
মিছিল তাদের হিসাবের খাতা…

এই যে দলে দলে মানুষ হেঁটে যায়..
প্লাকার্ড দেখায়,”খাদ্য চাই,ঘর চাই”
এক‌ই সঙ্গে গেয়ে ওঠে বেদনার সুর,
বলি,কেন!কেন চাইতে হবে ?
তুই তো ভিক্ষুক নোস্..!
এই সমাজের কাছে যারা প্রতিনিয়ত ভিক্ষা চায়
তাদের দেখে সমাজ মজা পায় ..
তোকে দেখে পায়, তোর আশেপাশে সবাইকে দেখে পায় ।
এই আমাকে দেখেও মজা পায়।
এই আমি, তুই,তোমরাই ওদের সেই মজা দিচ্ছি..
মাথার উপর রোদ চাপিয়ে আমরাই শুধু ঘুরছি
তারা যুগ যুগ ধরে শুধু ঝিমছে…
ফেলে দে ওই পতাকা, ফেলে দে প্লাকার্ড..
ছুড়ে ফেল সমাজের যত তুচ্ছ নিয়ম ।
হাসি মুখে গেয়ে ওঠ স্বাধীনতার সুর
মুছে ফেল শরীর থেকে মিছিলের গন্ধ..
তুই, তোমরা,আমি নতুন করে গড়বো নতুন মিছিল
বাঁচার মিছিল, দানের মিছিল, সততার মিছিল..
এই সমাজের বুকে উঠবে নতুন ভোর!
এই সমাজে ফুটবে নতুন ফুল ..
এই সমাজে মুছে যাবে যত কলঙ্ক
এই সমাজ হবে সকলের
এই সমাজ হবে নতুনের..
এই সমাজে হাড়িয়ে যাবে অভিশপ্ত মিছিল
আমরা সবাই গাইবো ভালোবাসার সুর..
আমরা করবো সভ্যতার মিছিল..

#মন_সায়রের_পারে

0

Publication author

1
"এ শহরের বুকের মধ্যে ইটের ভাটা।
মিহি রোদ্দুর ছিনিয়ে নেয় প্রান।।"

~ মন সায়রে..
Comments: 0Publics: 35Registration: 21-08-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে