সময় শুধু খুঁজছে তোমায়
14 total views
সময় শুধু খুঁজছে তোমায়
তোমাকে কখনো ভুলতে না পারার কারণে,
মৃত নক্ষত্রেরা সব জীবন্ত হয়
শহরের বিষাক্ত পথের চত্বরে।
আমি প্রতিক্ষণে খুঁজি শুধু তোমায়
ভালোবাসা কিংবা অবহেলা পেতে পেতে
একদিন ধূলিসাৎ পৃথিবীর মানচিত্র থেকে
মুছে দেবো পৃথিবীর সমস্ত গ্লানি :-
হাভাতের জীর্ণশীর্ণ সমাজের মানুষের ভিড়ে
বিন্দুমাত্র কয়েকটি নীল প্রজাপতি আশ্রয় পেয়েছে
তাঁদের ভাঙ্গা ঘরের বাঁশের বেড়ায়।
আমি ভালোবাসি শুধুমাত্র একটি মেয়েকেই
তাঁর নামের সাথে যুক্ত হয়েছে একটি জীবন্ত
নক্ষত্র আর পাহাড়ের দেশে ক্ষয়ের জানালা দিয়ে নেমে আসছে শত অতীতের সমস্ত প্রেমিকদের হাড়ের কঙ্কালগুলো।
কখনো প্রেম আসেনি মেয়েটির জীবনে
হয়তো প্রেম এসেছিল একদিন অসহায় দূরপাল্লার দুরন্ত ট্রেনের স্বপ্ন যাত্রী মতো করে।
Subscribe
Login
0 Comments