সমাজ কেন বিরুদ্ধে
শুনেছিলাম তাঁদের পরিবারের ছেলেটি
খুব ভালো ছিল
আজকে একটি মানুষ খুন হ’ল
জানা গেল খুনি ছেলেটি সেই ছেলে
এই নাকি সেই যে নাকি খুব ভালো ছিল;
তবে কেন এই ছেলেটি খুনি হ’ল?
রক্ত প্রচুর রক্ত ঝরছে সমাজে
সেখান থেকে উঠে আসতে পারবে কি মানুষ ?
জানি হয়তো পারবে না কেউ রুখতে
প্রকৃতির চরম অবনতিকে ?
মানুষকে ঘিরেই মানুষ হওয়া
প্রকৃতির নেই কেউ
আছে শুধু নিজের ডাল-পাতা-শিকড়
সেই নিয়েই বেড়ে ওঠা।
সূর্য-জল-আকাশ-বাতাস
সবাই বেড়ে তুলতে সাহায্য করছে তাঁকে;
মরুভূমি হয়েছে বালুরাশি
মানুষের বুকের ওপর দিয়ে
যাযাবরের উটের রাস্তা প্রস্তুত হয়েছে
ক্যাকটাসের জীবনী লিখতে লিখতে।
Subscribe
Login
0 Comments
Oldest