সময়ের উন্মাদনা

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

ফাগুন ছাপিয়ে আগুন এবার ভয়ানক আপদ।

আঁধারে ঢাকা এই শহরের যত গলিপথ

অনিরাপদ, রাসায়নিক মজুদ, চোরা কারবার।

আগুনে পুড়ে কাঁচাবাজার, বহুতল ভবন,

শপিং মল, পুড়ে মন আর মূল্যহীন জীবনের

হতভাগ্য মানব সন্তান। পুড়ে গুলশান, বনানী

হোকনা পুরোনো ঢাকা, বকশি বাজার।

সর্বত্রই যেন অরাজকতা, নিষ্ফলা হাহাকার।

ভুমি দস্যু আর প্রাতিষ্ঠানিক দিন ডাকাতের দল,

তাণ্ডব চালায় মহা উৎসবে দখলের পালাবদল।

চর-নদী-খাল সর্বত্রই বেদখল, প্রশাসনও বেসামাল-

তুরাগ, বালু, বুড়িগঙ্গা হোক সেটা ওয়াসার খাল।

অনৈতিক নকশা চোরের ঝুকিপূর্ন ভবণ নির্মাণ

অরক্ষিত ঢাকা যেন অবৈধ প্রেমের নিষিদ্ধ পরাগায়ন।

ঢাকায় ঢেকে আছি প্রতি পদে ত্রস্ত, শঙ্কিত, আতঙ্কিত।

পুরোনো প্রবাদ, কারো পৌষ মাস কারো সর্বনাশ।

কোথায় চলেছি আমরা সময়ের অবাস্তব প্রেক্ষাপটে।

আগুনে পুড়ে কাঁচাবাজার, ছাই বুকে চেপে কাঁদে

দোকান মালিক। উৎসুক জনতা দ্যাখে না পোড়া

কিছু ভালো জিনিস পেলে সটকে পড়ার মতলব।

কেউ খোঁজে পোড়া সিদ্ধ ডিম উদর পূর্তির ধান্দায়।

রাজনীতির ঔদ্ধত্য চোখ দ্যাখে অগ্নি নির্বাপন দক্ষতা।

আমজনতার চোখে সর্ষেফুল, উদ্বিগ্নতা, বেদনায় ব্যাকুল।

উত্তরাধিকার দ্যাখে আগুন সন্ত্রাসে ঝলসানো ভবিষ্যৎ।

 

 

৬ এপ্রিল ২০১৯, দক্ষিণ বনশ্রী, ঢাকা।

 

0

Publication author

offline 2 years

Md. Moktarul Alam

0
NGO Worker
Comments: 0Publics: 43Registration: 20-10-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।