সহজের দরজায়
28 total views
অতি সহজে কিছু জুটলে এক নিয়তি
পথের ধারে লুকিয়ে থেকে অনবরত,
হিংসা চোখে তামশা চোখে তাকিয়ে রয়
সুযোগে পেলে ঘাপটি মেরে ছিনিয়ে নেয় থলি।
সহজে যদি মেলায় ঘর সেই ঘরের
বেশি দিনেক থাকে না রস।
সহজ করে কিছুই যেন পাইতে নাই
সহজে কিছু ছুঁইতে নাই।
অতি সহজে নিকট হয়ে এলেই কেউ
সহজ যেন হারিয়ে যায়।
সহজে কিছু পাইতে নাই সহজে তার
ভেঙ্গে যায় রং দেয়াল।
সহজে এলে প্রেমর রস সহজ করে নিতেই নেই
যেই প্রেমের অভিযোগই একটু নেই
সেটা কখনো প্রেমেই নয়
অতি মূল্য দেওয়া ভুল অবহেলার
সইতে হয় সরল মন।
সহজে এলে ভাঙতে পারে লোহার রড
সহজ যেন কঠিন হয়ে ভেঙেই যায়।
কঠিন হয়ে কিছু পেলেই সহজ হয়।
দৃঢ় প্রেমেও দুজনারই চির সবুজে হস
ফাটল ধরে বুঝে উঠে না।
Subscribe
Login
0 Comments