সুখের নাম মৃত্যু
যদি তোমাকে পাবার আগেই আমার মৃত্যু হয়!
তুমি কী থাকবে আমার পূর্ণজন্মের অপেক্ষায়?
কিংবা যদি তোমাকে আমি পেয়ে যায়!
মৃত্যু কী কড়া নাড়বে আমার দরজায়?
যদি মৃত্যুই চির নিশ্চিত হয়;
কি হবে তোমাকে পাওয়া অথবা না পাওয়ায়!
তবে বলতে পারো তোমাকে হারাবার কেনো এতো ভয়?
ভেবেছিলাম তোমাকে পেলে আমি সুখী হবো!
অথচ তোমার অবহেলা আমায় সুখ বলতে মৃত্যু কে বোঝয়!
অবহেলার স্পর্শে;তোমাকে হারাবার ভয় কে আজ জানায় বিদায়।
এখন আমি প্রতিক্ষার প্রহর গুনি মৃত্যুর অপেক্ষায়!
সমুদ্রে আজ দিলাম ছুড়ে ছিল যতো অপেক্ষার চুক্তি।
মায়ার যত বাঁধন খুলে তোমায় দিলাম মুক্তি।
আমায় তুমি খুঁজ না আর স্মৃতির দেয়াল ঘিরে!
মৃত্যু আমায় ডাক দিয়েছে;আসবো না আর ফিরে।