স্বপ্নের মতো ছিল- আহমেত কামাল
প্রশ্নের মতো ছিল সব
আহমেত কামাল
তোমায় ছুঁতে গিয়ে
সম্ভাবত একদিন ছুঁয়ে ফেলেছি চুল
মোটাদাগে
তোমার কি মনে পড়ে
অথবা পোড়ে মন?
কী জানি-!
সেদিন তো তেমন বাতাস ছিলনা। অসত্য আলো ছিল
আলোতে কী আমি ভেসে গেছি
না ডুবে গেছি
নৌকার মতো কোথাও অস্বচ্ছ কোন জলে।
Subscribe
Login
0 Comments
Oldest