স্বপ্নের যোগফল
486 total views
স্বপ্নের যোগফল
আহমেত কামাল
আমাকে মুছে ফেলে
বরংচো
তুমি আমাকেই ঠেলে দিয়েছে
আগুনের দিকে
এখানে
হৈহৈ হাওয়ায় পাখিদের গান ভাসে শিমুলের উৎসব হয়
কিংবা
এপারের পাখি, নদীর ওপারে,,,তবে
এসবে এখন আর টানে না আমাকে
শুয়ে শুয়ে
জানালা খুলে দেখি- শশ্মানভর্তি নৌকা ছুঁটে আসছে,,
আমার দিকে –
দেহের বাকী অংশ পোড়াবে বলে।
Subscribe
Login
0 Comments