স্মৃতির খাতা

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

 246 total views

পড়ে নিও লেখা গুলো মোর
যখন যাবো চলে দূর বহুদূর,
যেও না তখনও আমায় ভুলে
খাতাটি রেখো না শুধু ফেলে।

সকালে কিংবা সাঁঝে
সবুজ পাতার ভাঁজে,
জমানো মমতা গুলো নিও তুলে
সবুজে ভালবাসা দিয়েছি ঢেলে।

দেখবে যখনই নীল আকাশ
তোমায় সে করবে প্রকাশ,
কিছু অনুভূতি রেখেছি মেখে,
কেঁদো না কখনো আকাশ দেখে!

আষাঢ় গগনে ঘনিয়ে মেঘ
নামে যদি বৃষ্টি অনেক।
থেকো না চেয়ে কদম ফুলে,
কে দেবে সে ফুলটি তুলে!

বইবে যখন মৃদু বাতাস
পাও যদি কামিনীর সুবাস,
তুলে নিও ফুল আপন নিরিখে
স্মৃতি গুলো যাব শুধু রেখে।

কখনও করুণ সুরে ভায়োলিন
যদি মুখটি তোমার করে মলিন,
যেও না তখনও আমায় ভুলে
খাতাটি রেখো না শুধু ফেলে।

[১৭ বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ]

0

Publication author

0
ইউসুফ জামিল (জন্ম: ডিসেম্বর ৩০, ১৯৯৭) একজন বাংলাদেশী কবি ও লেখক। তিনি ঢাকা বিভাগের অন্তর্গত গাজীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তার প্রথম কাব্যগ্রন্থ "বেলা অবেলার কথাকলি" ওপার বাংলা থেকে লেখক ও পরমাণু গবেষক ড. সীতাংশু শেখর বিশ্বাস এর সাথে যৌথ ভাবে প্রকাশিত হয়।
Comments: 1Publics: 17Registration: 10-08-2021
প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। (সহজেই কবিকল্পলতা প্রকাশনী ব্যাবহারের জন্য আমাদের এপ্লিকেশনটি ইন্সটল করে নিন)