Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

হঠাৎ বিয়ে

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

হঠাৎ বিয়ে

আইবুড়োটা গোঁ ধরেছে করবে এবার বিয়ে,
আজকালের মধ্যে তার চাই যে একটা মেয়ে।
কেউবা গেল উত্তরে আর কেউবা দক্ষিণে,
কেউবা গেল পূর্ব দিকে কেউবা পশ্চিমে।
মেয়ে কী আর দই সন্দেশ চাইলে পাওয়া যায়?
বিয়ে তো নয় পুতুল খেলা হঠাৎ করা যায়।
দিনের শেষে ক্লান্ত সবাই ফেলে দীর্ঘশ্বাস,
বউ পাওয়া যে এত কঠিন হয়নি তো বিশ্বাস।
আর একদিনের মধ্যে তাকে দিতে হবে বিয়ে,
নইলে যে সে প্রাণ হারাবে গলায় রশি দিয়ে।
সারাটা দিন ঘুরে শেষে পেল একটা মেয়ে,
বয়সে যে সে অনেক ছোট আইবুড়োটার চেয়ে।
মুখ যেন তার গোলগাল বেজায় চাপা নাক,
গলাটি তার বকের মতো হাতির মতো দাঁত।
বাপে রাজি, মায়ে রাজি, পড়শিরা সব রাজি,
অল্প বয়সে বিয়ে বসতে কনেতো নয় রাজি।
সবই শুনে আইবুড়ো কয় তাতে ক্ষতি কী?
পিছন থেকে কনের বোনে বলবে আমি রাজি।
আইবুড়োট আর বরযাত্রীরা করতে গেল বিয়ে,
অরাজিতে কনে বেচারির হলো হঠাৎ বিয়ে।
সমাপ্ত।

0

Publication author

0
আমি পেশায় প্রকৌশলী হৃদয়ে লেখক। আমার প্রকাশিত গ্রন্থ ২৫ টি। আমি লেখার বাইরে নাটকের কাজ করি। আমার লেখা ছোটগল্প অবলম্বনে একটি নাটক মাছরাঙা টিভিতে প্রচারিত হয়েছে এবং আমার ইউটিউব চ্যানেলে কয়েকটি নাটক আপলোড দেয়া হয়েছে।
Comments: 0Publics: 2Registration: 10-12-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।