হতাশা, নিষ্ঠুরতা আর আগুন
এখনও, শেষ হয়নি?
শুরুর সেই, রণ-উন্মাদনা!
এখনও, শেষ হয়নি?
জঙ্গলও, লজ্জায় মুখ ঢাকে।
কোপট, হিংস্রতা,
রক্তের ধারাপাত, বয়ে যাওয়া।
এখনও, পৃথিবী পেল’না,
নিরুত্তাপ, শান্ত কোনটুকু ঘিরে।
যে কোনে,আফগানিস্তানের শিশু,
দোল খেতে পারে, নিশ্চিন্তে।
হামাগুড়ি দিয়ে, পেরিয়ে যাবে,
কাঁটা-তার, পেরিয়ে, অন্য দেশে।
আমরা হাত বাড়িয়ে,
কোলে তুলে নেব, ভবিষ্যতকে
একবার ভেবেছো’কি
তুমি যদি এরকম ছোট্টটি হতে?
হওনি তুমি এরকম,
একবার’ও জীবনে কোনদিন!
কি করে তবে বন্দুক তুলে,
ট্রিগার ধরে তোমার আঙুল?
তুমি ভেবেছো কি জীবন?
প্রতিটা মায়ের, শিশুর বাসস্থান!
যে শিশুর, বায়না মেটানো,
তুচ্ছ হতে পারে একটা জীবন।
বীর, তুমি হয়েছো আজ,
তুমি বুঝবে কি করে?
মৃত্যুর সময় ঐ শিশু সব ভুলে,
তোমাকে করবে, আলিঙ্গন।
শিশুরা জানেনা কোন ভেদ,
‘মানুষ’, শুধু সে জানে।
তুমি বীর, সারাজীবন খুঁজলে,
হতাশা, নিষ্ঠুরতা আর আগুন।