হবেই হবে মানবতার জয়!
![]()
মিথ্যা মেকি পা’য় দলে
আয় রে জোয়ান আয় চলে
করিস নে আর যোগ্য সময় ক্ষয় –
হবেই হবে মানবতার জয়!
হাতের পরে হাত রেখে
চল রে তোরা পথ দেখে
ছিন্ন করে ঘুণ জরা সংশয় –
হবেই হবে মানবতার জয়!
ঘিরলে তবু শীত খরা
সাজ রে কালের হরকরা
ভাব এ’ ধরা চিরস্থায়ী নয় –
হবেই হবে মানবতার জয়!
Subscribe
Login
0 Comments
Oldest
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)