আষাঢ়ের প্রেম

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

মেঘলা দিনের ভরা নদীর ঢেউয়ের উচ্ছ্বাস
জাগায় মনে প্রণয়ের পিয়াস
অন্দরে আমার অনুভব করি তোমারই বসবাস
সহসাই যেন বৃষ্টিপাতের পূর্বাভাস
কদম ফুটেছে ডালে ডালে অনির্বচনীয় সুবাস
হৃদাকাশে ভরে আবেগের বিন্যাস।
বারান্দায় বসে আনমনে দেখে বৃষ্টিবিন্দুর বিলাস
তুমি হইও না উদাস
কর্ম ফেলেই আসবো দ্রুত তোমারই নিবাস
ভিজবো মাড়িয়ে বৃষ্টিস্নাত ঘাস
বক্ষে জড়িয়ে নিবো দু’জন প্রণয়ের নির্যাস
শীতল জলে ভাসিয়ে দীর্ঘশ্বাস।
এভাবেই যেন আজন্ম থাকে নিঃশ্বাসে নিঃশ্বাস
নিবিড় প্রণয়ের অটুট বিশ্বাস
যেমনই থাকে ঝিনুকের বুকে মুক্তারই বিভাস
আঁকড়ে থাকার আমরণ প্রয়াস
তেমনই প্রণয়ে কাটে যেন দু’জনার বারোমাস
ধরণির বুকে সুখের স্বর্গবাস।

0

Publication author

1
জন্ম ২০শে আগস্ট ১৯৭৪ সালে বাংলাদেশের ঢাকা জেলার রাজারবাগে। লেখালেখির জীবন শুরু ছোটবেলা থেকেই। এখন তিনি সিঁড়ি, ছন্দাক্ষর ও ছন্দামৃত ৩টি স্বতন্ত্র পদ্ধতিতে কাব্য লিখছেন এবং পাঠক সমাদৃতও হয়েছেন। ২০১৩ ও ২০১৫ সালে তাঁর ২টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।
Comments: 33Publics: 108Registration: 29-12-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে