হয়তো কারো জন্যে
কাউকে ভালো লেগেছিল জানি
ভালোলাগাটাই স্বাভাবিক
কিন্তু তাঁরে ভুলে থাকাটা অস্বাভাবিক বিষয়।
যেমন আঘাত না পেলে ব্যথার গভীরতা কতটা তা জানা সম্ভব হয় না
ঠিক তেমনি কাউকে ভালো না বাসলে
ভালোবাসার মর্ম সহজে বোঝা যায় না।
স্মৃতিতে কেবলি নীল সূর্য ভেসে ওঠে
দুপুরবেলার মেঘ আরো গাঢ় ;
পাতা ঝরে হেমন্তের রাত্রে
হয়তো কারো জন্যে অপেক্ষা করে থাকা এতদিন
আজ যদি আমাকে জিজ্ঞেস করো
তবে উত্তর সেই একটাই ভালোলাগা।
এতদিন বলতে পারিনি কিছু
চাইলেও কি সব বলা যায়
না কিছুতেই বলে ওঠা সম্ভব হয় না
তবুও বলতেও পারি কখনো…
আজ নতুবা অন্য কোনো দিনে।
যেভাবে এতদিন পেরিয়ে গেলো
হাতের নাগাল ছেড়ে
তবুও বলতে পারিনি আজো তাঁকে মনের মতো করে
জানি বলাটা একান্ত প্রয়োজন
বলতে তো হবেই একদিন আমাকেই
নীল গোলাপের কাঁটার আঘাত লয়ে
আমি আসিবো আবার ফিরে এই শহরের পথে ,
হয়তো কারো জন্যে….
অজস্র জন্ম ধরে আমি মানুষ হতে পারিনি
আজ কিন্তু আমার ভিতর সেই মানুষ হওয়ার বাসনা টুকু জাগ্রত হয়েছে
শুধু তাঁকেই ভালোলাগার জন্য
শুধু তাঁকেই ভালোবাসি বলে।।