হারিয়ে যেওনা

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

কখনো যদি হারিয়ে যাও,
বিবর্ণ হয়ে যাবে সুন্দর পৃথিবী,
নিথর হয়ে যাবে প্রতিটি পদক্ষেপ,
শিহরিত হবে রক্ত কণিকা।
যখন কলুষিত হয়ে যাবে চারিদিক,
মনে পড়বে ভালবাসা-বাসি;
চোখে থাকবে লাল নীল স্বপ্ন;
জেগে থাকবে নিদ্রাহীন রাত্রি,
তবুও তুমি থাকবে এই হৃদয় আলো করে;
আমার স্বপ্ন ভরা মায়া কাননে,
ভালোবাসার রক্তিম শিখা জ্বেলে
তুমি থাকবে যুগ যুগ ধরে।

যদি কখনো চলে যাও বহুদূরে,
হারিয়ে যাবো নিজের অজান্তে,
হৃদয়ে এঁকে দেবো তপোবন,
তোমাকে, শুধু তোমাকে;
খুঁজে নেবো হাজার জনতার ভিড়ে।
হারিয়ে যাবে ? যাও!
তোমাকে খুঁজে পাবো কবিতার মাঝে,
কবিতা’ই একদিন
ঘুম ভাঙিয়ে দেবে ব্যর্থতার।

ভোরের আগমনে রজনী কেটে যাবে,
পাখিদের কলতান ঘুম ভাঙাবে,
সূচনা হবে একটি নতুন দিনের;
সূচনা হবে নতুন প্রত্যাশার।
তবুও মনে পড়বে তোমাকে,
তুমি বেঁচে থাকবে আমার অস্তিত্বে,
বেঁচে থাকবে আমার অশান্ত হৃদয়ে;
বারবার ফিরে আসবে স্বপ্নের দুয়ারে,
তুমি আসবে শুভ্র প্রভাতের রক্তিম সূর্য হয়ে;
আমার ঘুমন্ত হৃদয় ছুঁয়ে দিতে।

কোন একদিন, যদি হারিয়ে যাও দূরে;
খুঁজে নেবো পৃথিবীর ঐ প্রান্ত থেকে,
খুঁজে নেবো বৃষ্টির শীতল আলিঙ্গনে,
নয়তো পাবো নীল আকাশের নীলে,
কখনো প্রকৃতির অনাবিল সৌন্দর্যে,
কখনো কোজাগরী রাতের রূপালি চাঁদে,
খুঁজে নেবো তোমাকে, শুধু তোমাকে;
তবুও তুমি হারিয়ে যেওনা,
কখনো, কোন কালে, কোন কারণে।

0

Publication author

1
জন্ম ২০শে আগস্ট ১৯৭৪ সালে বাংলাদেশের ঢাকা জেলার রাজারবাগে। লেখালেখির জীবন শুরু ছোটবেলা থেকেই। এখন তিনি সিঁড়ি, ছন্দাক্ষর ও ছন্দামৃত ৩টি স্বতন্ত্র পদ্ধতিতে কাব্য লিখছেন এবং পাঠক সমাদৃতও হয়েছেন। ২০১৩ ও ২০১৫ সালে তাঁর ২টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।
Comments: 33Publics: 108Registration: 29-12-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।