হিংস্র মানব
মাটির গড়া মানুষ রে তুই
মাটিতে যাবি মিশে,
তবে কেনো এতো হিংস্র হইলি,
ক্ষমতা তোর কিসে?
ছিলো কত হিংস্র মানব,
আজ নেই কেউ!
একদিন ঠিকই ভেঙে দেয় সব
এসে মৃত্যুর ঢেউ।
কোথায় ছিলে কোথায় যাবে,
ভেবেছো কি একবার?
রঙিন-আলোকিত এই দুনিয়া’টা
যে ক্ষণিকের সবার!
করেছো জুলুম করেছো অবিচার,
নিয়েছো বেজায় অভিশাপ!
হে তুমি কি মানুষ নহে?
তবে নেই কেনো অনুতাপ।
ক্ষণে ক্ষণে করছো পাপকার্য
দিচ্ছো নোংরা পথ পাড়ি,
হঠাৎ একদিন যাবে পথ ভুলে,
পারবে না আর ফিরতে বাড়ি।
চোখ থাকিতে আজ অন্ধ মোরা
তাই হাঁটছো ভুলের পিছু,
বেলা শেষে দেখবে ঠিকই
মূল্যহীন সব কিছু।
Subscribe
Login
0 Comments
Oldest