হৃদয়ের বা তোমার তারে বেজে চলুক
ভৈরবী, ললিত রাগ বিকেলে বাজে।
আবার কেদার, খাম্বাজ সকালে।
যেকোনও সময়, যেকোনো’ও রাগ,
অবলিলায় বেজে যায় এস্রাজে।
বেজে যাওয়াতে, যার সার্থকতা,
কে আর পায় তাকে!
যে দিন চলে গেছে, তার ভারে, অযথা কেন আর,
নিরবে, এককোনে পড়ে থাকবে?
তুমি এইরকম করে যাবে,
জানতাম’না পূর্ব মুহুর্তেও!
তোমায় ভরাব ব’লে, সাজিয়েছিলাম,
দেশ, তিলক, ইমন, মেঘ।
সে সমস্ত সুরের, লয়, ছন্দে,
অজস্র মুহূর্ত উপহার দিয়েছিলে।
তাই, ভোরের বাতাস, মেঘ, বৃষ্টিতে,
দেখা পেয়েছিলাম, তোমার রূপে।
কিন্তু, এস্রাজের যে তার,
বেঁধে দিয়ে, তুমি চলে গেলে, হঠাৎ,
যেনও তার অমর্যাদা করব’না কোনদিন,
শুধু সময়ের ক্ষণটুকু করব বদল।
বেজে যাওয়াতে যার সার্থকতা,
এস্রাজ ধরে বসে থাকব, এবার।
যতদিন পারে, রাগেরা আসাযাওয়া করুক,
হৃদয়ের বা তোমার তারে বেজে চলুক।