হে কবি-অসীম চক্রবর্ত্তী
![]()
হে কবি, আর এ দুর্বোধ্য নয়
এবার কাব্যে আনো সরলতা, লেখো রসোত্তীর্ণ ,ভাবময়;
পাঠকের শ্রবণে কাব্যের ছন্দপাত,
ঘোচাও এ শিল্পের উপেক্ষিত দুঃসময়।
প্রয়োজন নেই জটিল আধুনিকতা, কজনেই বা মর্মজ্ঞ
পুরনো কলম ধরো, দোলাও মনে ও প্রাণে, আঁকো কবিতায় ছবি,
“কবিতার ভূস্বর্গে পাঠকের হাহাকার
কাব্যকে হাড়িকাঠে যেন লটকেছো কবি” ।।
Subscribe
Login
0 Comments
Oldest
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)