হে মৃত্যু
হে মৃত্যু
-ভাস্কর পাল
হে মৃত্যু! তুমি অসনী সংকেত
তুমি এক গুপ্ত ঝঞ্ঝাট।
মনুষ্যের মনের অদ্ভুত শঙ্কা,
তুমি এক কলঙ্ক।
হে মৃত্যু!
নেই যে তোমার গতি।
নেই যে তোমার স্থিতি।
তুমি নিভৃত হৃদয়ের অচল দাস;
তোমারে যায় না ধরা।
যায় না তোমারে ছাড়া।
তুমি গোপনে করো বাস।।
হে মৃত্যু! তুমি লিখিত ভাগ্যে,
তুমি অমৃতে হও কি নাশ?
তুমি থাকো লুকায়ে,
ঘনিয়ে ওঠো মস্তক দেশে।
অসনী সংকেত এনে
ঝরে পরো গর্জিত স্বরে
হে মৃত্যু!
তোমার নেই যে বাটি
নেই যে তোমার ঠিকানাটি
তুমি গৃহহীন পথিচারী,
ভবঘুরে তুমি,
তুমি আনো শুধুই সর্বনাশ, সর্বনাশ…
Subscribe
Login
0 Comments
Oldest