đāĻšā§ āĻŦāύā§āϧ⧠āĻŦāĻŋāĻĻāĻžā§ đ ⧍⧍ āĻļā§ āĻļā§āϰāĻžāĻŦāĻŖ āϰāĻŦā§āύā§āĻĻā§āϰāύāĻžāĻĨ āĻ āĻžāĻā§āϰ
![]()
সেদিন প্রভাতের রবি অস্তমিত গেল। দিনটা ছিল ১৩৪৮ সনের ২২শে শ্রাবণ, সময় ১২টা বেজে ১০ মিনিট। বিশ্ব বরেণ্য স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর আশি বছর বয়সে পরলোকগমন করেন। সেই শ্রাবণের ধারায় ঝডে় পড়লো বহু মানুষের বেদনা অশ্রু। রবি ঠাকুরের প্রয়ানের সেই শ্রাবণ থেকে ৭৯ টি শ্রাবণ অতিক্রান্ত হযে়ছে।
কিন্তু আজও তিনি জীবিত তার শাশ্বত সৃষ্টির মধ্য দিযে়। যথার্থই বলেছিলেন তিনি –
” আমি মৃত্যু- চেযে় বডে়া”।
তিনি সত্যিই মৃত্যুঞ্জয়ী।
আট বছর বয়স থেকে আশি বছর বয়স অবধি তিনি তার জীবনের প্রতি ক্ষণের উপলব্ধির প্রতিফলন করেন তার অমর সৃষ্টির মাধ্যমে। তিনি যে সব্যসাচী ছিলেন। তার রচিত “আমার সোনার বাংলা” গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মর্যাদা লাভ করে। তারই ” জন গণ মন অধি ” ভারতের জাতীয় সঙ্গীত। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্য গন্থের মাধ্যমে তিনি সাহিত্যে প্রথম বাঙালী ও এশীয় হিসাবে নোবেল এনেছিলেন এই বাংলায়।
![āĻāĻŦāĻŋāĻāϞā§āĻĒāϞāϤāĻž āĻĒā§āϰāĻāĻžāĻļāύ⧠[Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)
Ananya nibedan …..
Pranam amar.