অজানা পাখি
অজানা পাখি
– ভাস্কর পাল
মনের ঘরেতে গোপন সুরেতে,
বাস বেঁধেছে অজানা পাখি-
সে পাখি দেখিনি কভু
বঙ্গদেশে নতুন নাকি?
যে পাখি রূপ নিয়েছে অজানা বেশে!
রক্তিত তার চক্ষু জোড়া
পালকে উজ্জ্বল আলোক ছটা
কণ্ঠ শুনে মনে হবে,
মায়াবী এক রূপকথা।
বাস বেঁধেছে অন্তর জুড়ে
হৃদয় ভরেছে রঙিনতায়
তবু মনে শঙ্কা জাগে, জাগে অজানা ভয়;
ভাঙবে না তো সেই বাসটা!
অন্তরে গাঁথা সেই অজানা পাখির ছন্দটা!!
Subscribe
Login
0 Comments
Oldest