অতৃপ্ত বাসনা
যাযাবর
হতে চাইনি
আমিও রুধির মানুষ
ইচ্ছে ছিলো সংসারী হবো,
তোমারই নীলাম্বরী কোলে বসত গড়বো;
যতন করে অন্তর গহিনে রক্তকমল ফোটাবো।
খুব
ইচ্ছে ছিলো
সুখের সংসার সাজাবো
অতি সাধারণ মানুষের মতো,
অফিস করে সন্ধ্যাবেলায় ঘরে ফিরবো;
ফিরে এসে তোমারই চুলের সুবাস নিবো।
খুব
ইচ্ছে ছিলো
অনন্ত প্রণয়ী হবো
ছুটির দিনে তোমায় নিয়ে,
এদিক সেদিক পথে পথে ভালবাসবো;
একটা জীবন তোমারই প্রেমে কাটিয়ে দিবো।
এখন
ইচ্ছে আছে
আকাশের নীল আছে
দীঘির জলে রক্তকমল আছে,
বালুচরে আছড়ে পড়া ঢেউ আছে;
নৃত্যময়ী শুধু তুমিই নেই আমার পাশে।
Subscribe
Login
0 Comments
Oldest