অধিকার- আহমেত কামাল
অধিকার
আহমেত
এসব আর ভাববো না। কে পেরেছে
ভাবতে ভাবতে
ভাবনা হতে?
বরংচো, পরিস্থিতি না ভেবে আমাকেই ভাবি,,।
দ্যাখি
কোথাও আমি হতে পারি কী না।
যেটুকু কাহিল দেখছো। এ আমার জন্মগত দাগ। কিংবা
অনধিকার।
অনধিকারের বিপরীত বলতে
এখানে কিছুই নেই। অখানেও ছিলো না কখনও কোনদিন।
শুধু
ও- কথা বললেই
ভাই ভাই গন্ধ বেরোয়। আর আমিও ক্যামন যেনো
জলের জন্মগত অধিকার হয়ে যাই।
Subscribe
Login
0 Comments
Oldest