স্বাধীন ভারত ও স্বাধীনতার সংগ্রাম
দেশাত্মবোধক কবিতা (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

ভারত এক মহান দেশ
গাহি ভারতের জয়গান,
মহান দেশে স্বাধীন মোরা
হিন্দু, শিখ ও মুসলমান।

কত না বছর ধরে মোরা
হারিয়ে ছিলাম স্বাধীনতা,
স্বপ্ন আজিকে সফল হল
ঘুচিল পরাধীনতার ব্যথা।

নেতাজী সুভাষ চন্দ্র বসু
দেশের স্বাধীনতার তরে,
গঠন করি আজাদ সেনা
বীর বিক্রমে লড়াই করে।

দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ
জাতির জনক গান্ধীজী,
দেশের স্বাধীনতার তরে
রক্ত দিতে হলেন রাজি।

বীরক্ষুদিরাম ফাঁসির মঞ্চে
দিয়ে গেল প্রাণ বলিদান।
75 তম স্বাধীনতা দিবসে
জানাই শ্রদ্ধা আর সম্মান।