অনুভূতি স্বরূপ ভিন্নরূপ
প্রথম যেদিন তোমার আঙ্গুল ছুঁলাম…….
প্রথম নারীর স্পর্শ নিজস্বতা
আমার পঞ্চকর্নে নতুনত্ব খুঁজেছিল
আজ কতো নারীর স্পর্শ আমার দেহে অযাচিতভাবে জমাট বেঁধে রয়েছে।
প্রথম যখন তোমার ঠোঁটে চুম্বনরত…….
আমার সর্বশরীরে তখন বিদ্যুৎ প্রবাহ তড়িতারিত মতোন ঝংকার বয়ে গিয়েছিল
আজ আমার ঠোঁটে শুধুমাত্র লিপস্টিকের আবেশ লেগে থাকে
দেহের বাইরে তা ঝলসায়।
প্রথম আমি যেদিন তোমার সুপৃষঠ
কাঁধে হাত আর আমার কাঁধে তোমার সুবিন্যস্ত মাথা……..
মনে হয়েছিল বহু যুগ ধরে এভাবে অবস্থানে থাকি।
আজ এক ক্ষণিকের জন্য হৃদয় যুগল হতে দিই না।
সময় যে দাঁড়িপাল্লার মাপ।
প্রথম যখন তোমার প্রেমে হাবুডুবু………
তখন প্রেম যমুনায় ভাসিয়েছিলাম আমার মন
দুটি শরীর একত্রে মিশে একাকার।
এখন কতো নারীর প্রেম নয় শরীরে হাবুডুবু খাচ্ছি…….. তা বলাই বাহুল্য।
যখন তোমার সারাশরীর জুড়ে আমার আধিপত্য
তোমার উন্মুক্ত চুলে, গালে, বক্ষযুগল হৃদয়ে
আমার পঞ্চালিকার অবাধ প্রবেশ।
এখন তোমায় না পেয়ে অন্যত্র শারীরিক আস্ফালন
জানো মন আর কাঁদে না….. শুধু কাঁদায়।
আসলে প্রতিটা মানুষের মনের ইচ্ছে গুলি সময় সাথে পাল্টায় আর প্রবৃত্ত গুলি এক থাকলেও স্বাদের ভিন্ন রূপ খোঁজে।
প্রথম ভালোবাসা, অনুভূতি সমেত স্বাদের চারিত্রিক বৈশিষ্ট্য সময়ের অচলায়তনে বদল ঘটে
শুধু লেগে থাকে স্মৃতি জড়ানো মোহ টুকু।।
কলমে : অমর শ্রীমানী