অনুভূতি
অনুভূতি
হাকিকুর রহমান
প্রতিনিয়ত প্রচেষ্টারত রই
উজ্জ্বীবিত হতে,
নবতর চেতনায়-
অবস্থাদৃষ্টে পরিলক্ষিত হয়
নিমজ্জিত হওয়া,
ঘনীভূত বেদনায়।
আশা নিরাশায় দোলে
চিন্তা-চেতনা-শক্তি উপলব্ধি,
কুজ্ঝটিকার মাঝে খেলে
জন্ম-হতে-মৃত্যু অবধি।
আগামীর আবরনে মুড়ে
তবুও চলা সমুখের যাত্রা,
অনাকাঙ্খিত অভিপ্রেত খুঁড়ে
বাড়ায় শুধু ইতস্ততার মাত্রা।
হৃদয় কাঁদিয়া ফিরে
হবে কবে এর অবসান,
অলক্ষ্য অনুভূতি ঘিরে
ভাবা তাই সারা দিনমান।
Subscribe
Login
0 Comments
Oldest